কোরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক বার্তা প্রচার করাই এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য।।

সাহু সিজদা কাকে বলে এবং সাহু সিজদা কোন কোন কারনে দিতে হয়

সাহু সিজদা হল ভুল সংশোধনী। ফরজ অথবা নফল যেকোন সালাতে ভুল করে কোন ওয়াজিব অংশ ত্যাগ করলে ঐ ভুলের খেসারত স্বরুপ এবং ভুল আনয়নকারী শয়তানের প্রতি চাবুক স্বরুপ দুটি সিজদাহ করতে হয়। অর্থাৎ সালাতে ভুলক্রমে কোন ‘ওয়াজিব’ তরক হলে শেষ বৈঠকের তাশাহহুদ শেষে সালাম ফিরানোর পূর্বে অথবা পরে সিজদায়ে সাহু দিতে হয়। ইমাম শাওকানী (রহঃ) … Read more

সালাতে তাশাহুদের বৈঠকে বসার এবং আঙ্গুল নাড়ানোর সঠিক পদ্ধতি

প্রিয় নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِىْ أُصَلِّىْ ‘তোমরা সালাত আদায় কর সেভাবেই যেভাবে তোমরা আমাকে দেখছ।’(সহীহ বুখারী, হা/৬৩১)। এই হাদীস সালাত আদায়ের স্পষ্ট একটি নীতিমালা।উক্ত নীতিমালার আলোকে তাকবীরে তাহরীমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সালাতে সর্বোচ্চ দুটি বৈঠক রয়েছে। যার প্রথম বৈঠকে বসার শরী‘আত সম্মত পদ্ধতিকে ‘ইফতিরাশ’এবং শেষ বৈঠকে … Read more

সালাতে কুরআন তেলোয়াত শোনার সময় আয়াতের জবাব দেওয়ার বিধান কি এবং কোন কোন আয়াতের জবাব প্রদান করতে হয়

সালাতে অথবা সালাতের বাহিরে কুরআন তেলোয়াত শ্রাবণের সময় আয়াতের জবাব দিতে হবে কিনা উক্ত মাসালায় কিছুটা মতানৈক্য থাকলেও জমহুর বা অধিকাংশ আলেমের মতে সালাত আদায়কারীর জন্য পবিত্র কুরআনের আযাবের আয়াত অতিক্রম কালে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং রহমতের আয়াত অতিক্রমকালে রহমত প্রার্থনা করা মুস্তাহাব।দলিল আবু আব্দুল্লাহ হুযাইফা ইবনু ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত; আমি এক রাতে … Read more

মহিলাদের সালাত আদায়ের জন্য সর্বোত্তম স্থান কোনটি এবং জুমার দিনসহ পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য মহিলারা মসজিদে যেতে পারবে কি

দুই ঈদের সালাত ছাড়া অন্যান্য সকল সালাতের জন্য মহিলাদের মসজিদের জামাআতে শামিল হওয়ার চাইতে নিজ ঘরে সালাত আদায় করা উত্তম। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসঊদ (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) [মৃত: ৩২ হি.] হতে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন- নারীদের জন্য ঘরের আঙ্গিনায় সালাত আদায়ের চাইতে তার গৃহে সালাত আদায় করা উত্তম। আর নারীদের জন্য গৃহের অন্য কোন স্থানে … Read more

নামায শুরু করার পর নিয়ত পরিবর্তন করার বিধান

সালাতে নিয়ত পরিবর্তন করার বিধান সম্পর্কে কুরআন হাদীসে স্পষ্ট কোন দলিল নেই। তবে আহালুল আলেমগনের ইজতিহাদ থেকে যেটা প্রমানিত হয় তা হল সালাত পড়া অবস্থায় যদি নিয়ত পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সীমাবদ্ধ কয়েকটি সালাতে সেটি করা যাবে সকল সালাতে নয়। যেমন ফরয পড়তে পড়তে কারো প্রয়োজন হলে তা নফল গণ্য করবে। এরুপ বড় নিয়ত … Read more

সালাতে সিজদা করার সময় দুই পা আলাদা করে রাখা সুন্নত নাকি মিলিয়ে রাখা সুন্নত

সালাতে সিজদারত অবস্থায় দুই পায়ের পাতা আলেদা থাকবে নাকি মিলিত থাকবে? বিষয়টি নিয়ে আহালুল আলেমগনের মধ্যে মতানৈক্য রয়েছে এক্ষেত্রে প্রসিদ্ধ দুটি মত রয়েছে: . (১). সিজদায় দুটি পা আলাদা রাখা মুস্তাহাব। . এটি অধিকাংশ আলেমদের অভিমত। তারা দলীল হিসেবে সুন্নাতে প্রমাণ উদ্ধৃত করেছেন যে, সেজদা করার সময় হাঁটু ও উরু আলাদা রাখা মুস্তাহাব। তারা বলেন: … Read more

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বেঁধে সালাত আদায় করতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা কি নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য

প্রশ্ন: হাদীসে এসেছে রাসূল ﷺ চুল বেঁধে সালাত আদায় করতে নিষেধ করেছেন। প্রশ্ন হল এই নিষেধাজ্ঞা কি নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য নাকি শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য? ▬▬▬▬▬▬▬▪️🌻▪️▬▬▬▬▬▬▬ উত্তর: সালাতে চুল বেঁধে রাখা নিষিদ্ধ উক্ত বিধান শুধুমাত্র পুরুষের জন্য খাছ,মহিলাদের জন্য নয়।মহিলারা অন্য সময়ের ন্যায় সালাত আদায় করার সময়ও পরিপূর্ণ ভাবে পর্দা করে অর্থাৎ মহিলাদের … Read more

রুকু থেকে উঠার পরে বুকে হাত বাঁধতে হবে কিনা

সালাতে রুকু থেকে উঠার পর পুনরায় হাত বাঁধতে হবে কিনা এটি নিয়ে হাদীসের কিতাবে সুস্পষ্ট করে কোন বিশুদ্ধ বর্ণনা নেই। তাই এই মাসালায় আহালুল ইমামগনের মধ্যে মতানৈক্য রয়েছে। একদল আলেম বলেছেন রুকু থেকে উঠার পর পুনরায় হাত বাঁধতে হবে। তারা দলিল হিসেবে ওয়ায়েল বিন হুজ্র ও সাহল বিন সাদ (রাঃ) বর্ণিত সালাতে বাম হাতের উপরে … Read more

সালাত কেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ

প্রথমত, ইসলামী শরীআতের কোন বিধানের কারণ তালাশ করা অন্যায়। বরং নির্বিবাদে মেনে নেওয়ার মধ্যেই বান্দার কল্যাণ নিহিত রয়েছে, মুমিন তো তারাই যারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি। (সূরা বাকারা,২/২৮৫) . দ্বিতীয়ত,ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত শরীয়তে সালাত কালেমা শাহাদতের স্বীকৃতির পরই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ও দ্বিতীয় রুকন। . সালাত ইসলামের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতার … Read more

আমি সালাতে গিয়ে দেখি ইমাম সাহেব সিজদা অবস্থায় রয়েছেন এমন অবস্থায় আমার করনীয় কি

উক্ত অবস্থায় ইমামের অনুসরণ করার জন্য সরাসরি তাকবীর দিয়ে সিজদায় যেতে হবে (অর্থাৎ তাকবীর হবে দুটি একটি তাকবীরে তাহরীমা অন্যটি সিজদায় যাওয়ার তাকবীর (বই সালাতে মুবাশ্বির)। কারণ ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণের জন্য (সহীহ বুখারী,৬৮৯, ৭৩৩ সহীহ মুসলিম,৪১৪ মিশকাত হা/১১৩৯)। এ ক্ষেত্রে দাঁড়িয়ে তকবীরের পর বুকে হাতও রাখবে না এবং সানা বা ফাতিহাও পড়বে … Read more

স্বলাতে দু হাত উত্তোলন বিরোধীদের পেশকৃত একটি হাদীসের অপব্যাখ্যার জবাব

‘‘চঞ্চল ঘোড়ার লেজের মত’’ (স্বলাতে দু হাত উত্তোলন বিরোধীদের পেশকৃত একটি হাদীসের অপব্যাখ্যার জবাব) লেখক: আব্দুর রাকীব মাদানী সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল আল্ হামদুলিল্লাহি রাব্বিল আলামীন্ ওয়াস্ স্বলাতু ওয়াস্ সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মাবাদ: আজ আপনাদের সামনে একটি হাদীস ও তার সাধারণ ব্যাখ্যা তুলে ধরার উদ্দেশ্যে কিছু লিখতে বসেছি। সাথে সাথে ঐ হাদীসটির … Read more

মসজিদে কবর থাকলে তাতে নামায আদায় করার হুকুম কি?

প্রশ্নঃ কোন মসিজদে কবর থাকলে সেখানে নামায আদায় করার হুকুম কি? উত্তরঃ কবর সংশ্লিষ্ট মসজিদে নামায আদায় করা দু’ভাগে বিভক্তঃ প্রথম প্রকারঃ প্রথমে কবর ছিল। পরবর্তীতে তাকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয়েছে। এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে এই মসজিদ পরিত্যাগ করা; বরং মসজিদ ভেঙ্গে ফেলা। যদি না করা হয় তবে মুসলিম শাসকের উপর আবশ্যক হচ্ছে উক্ত মসজিদ … Read more

তাশাহহুদে আঙুল নাড়ানোর হাদীস কী শায?

মূলঃ আব্দুল্লাহ মাহমূদ বিন শামসুল হক্ব ভাষাগত সম্পাদনাঃ মুহাম্মাদ মাহিন আলম সাহাবী ওয়ায়েল বিন হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي، فنظرت إليه فقام فكبر، ورفع يديه حتى حاذتا بأذنيه، ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد، فلما أراد أن يركع رفع يديه مثلها قال: … Read more

জুতা পরে সালাত আদায় নিয়ে সহীহ হাদীস সমূহ

রাসুল (সাঃ) জুতা পরে সালাত আদায় করেছেনঃ দলীল-১ আবু মাসলামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাঃ) কি তাঁর জুতা পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হাঁ’’ (বুখারী ৩৮৬, ৫৮৫০; মুসলিম ৫৫৫; তিরমিযি ৪০০; নাসায়ী ৭৭৫; মুসনাদ আহমাদ ৪০১) দলীল-২ আমর ইবন শুয়াইব (রাঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা … Read more

চতুর্থ রাক’আতে পাছার উপর বসা

باب مَنْ ذَكَرَ التَّوَرُّكَ فِي الرَّابِعَةِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ سَمِعْتُهُ فِي، عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم … Read more

মহিলাদের নামাযের সময় হাত, পা, মুখ ছাড়া পূর্ণ শরীরই সতর

মহিলাদের জন্য অন্য সময় গায়রে মাহরামের সামনে পূর্ণ শরীরই সতর। তবে অতীব প্রয়োজনে চেহারা, পা, হাত খোলা জায়েজ আছে। যেমন রাস্তায় প্রচন্ড ভীর হলে, আদালতে সাক্ষ্য দেয়া ইত্যাদি। হযরত উম্মে সালামা রাঃ বলেন, যখন কুরআনে কারীমের এ আয়াত يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ তথা “তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। [মাথার দিক থেকে]” … Read more

তাশাহুদে আংগুল দিয়ে ইশারা করার সঠিক নিয়ম কি?

তাশাহুদে যত যায়গায় দুয়া আছে তত জায়গায় সুন্নত হল, তর্জনী আঙ্গুল উপরে নিচে করে নড়ানো। আল্লামা উসাইমীন রা. এর নিম্নোক্ত ফতোয়াটি পড়ার জন্য অনুরোধ করছি: তাশাহুদে আংগুল দিয়ে ইশারা করার সঠিক নিয়মঃ প্রশ্নঃ তাশাহুদের প্রথম থেকে শেষ পর্যন্ত তর্জনী আঙ্গুল নড়ানোর বিধান কি? উত্তরঃ তর্জনী আঙ্গুল নাড়ানো শুধুমাত্র দু’আর সময় হবে। পূরা তাশাহুদে নয়। যেমনটি … Read more

তাশাহহুদে বসা অবস্থায় দৃষ্টি সিজদার স্থানের দিকে না আঙ্গুল নাড়ানোর দিকে রাখতে হবে

উত্তর: সলাতের সময় দৃষ্টি সিজদার স্থানে থাকবে তবে তাশাহহুদে বসা অবস্থায় দৃষ্টি রাখতে হবে আঙ্গুলের ইশারার দিকে। রাসূল (ছাঃ) যখন তাশাহহুদে বসতেন, তখন …তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং তাঁর দৃষ্টি আঙ্গুলের ইশারা বরাবর থাকত তার বাইরে যেত না। (আবুদাউদ হা/৯৮৮, ৯৯০; নাসাঈ হা/১২৭৫; মিশকাত হা/৯১২) ইমাম নববী (রহঃ) বলেন, তাশাহহুদের সময় দৃষ্টি আঙ্গুলের উপর … Read more

সালাতরত অবস্থায় পায়ুপথে বাতাস বের হওয়ার উপক্রম হলে কী করণীয়

প্রশ্ন: সালাতরত অবস্থায় পায়ুপথে বাতাস বের হওয়ার উপক্রম হলে কী করণীয়? তা কি চেপে রেখে সালাত আদায় করা; নাকি সালাত ছেড়ে দিয়ে ওযু করে নতুন করে সালাত পড়া? ——————– উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল জুবাইল, সৌদি আরব। উত্তর: সালাতরত অবস্থায় পায়ুপথে বাতাস বের হওয়ার উপক্রম হলে, তা চেপে রেখে সালাত আদায় করলে সালাতে মনোযোগ … Read more

লাল বাতি জ্বালালে নামাজ পড়া নিষেধ এরকম লেখা কি ইসলাম অনুমোদন করে?

?প্রশ্নঃ অনেক মসজিদে লেখা থাকে ‘লাল বাতি জ্বালালে নামাজ পড়া নিষেধ’ এরকম লেখা কি ইসলাম অনুমোদন করে? ?উত্তরঃ’লাল বাতি জ্বলাকালে সুন্নতের নিয়ত করবেন না’, ‘লাল বাতি জ্বললে নামাজ পড়া নিষেধ’_ এ জাতীয় নিষেধাজ্ঞামূলক লেখা কিছু মসজিদে ঠিক লাল বাতির নিচে দেখা যায়। প্রশ্ন হলো, লাল বাতি জ্বালিয়ে সুন্নত পড়তে, নামাজ আদায় করতে নিষেধ করার ওই … Read more

স্বলাতের বিবিধ জ্ঞাতব্য

স্বলাতের বিবিধ জ্ঞাতব্য (مسائل متفرقة فى الصلاة) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব ✔ ১. পরিবহনে স্বলাত (الصلاة فى المركب) পরিবহনে কিংবা ভীতিকর অবস্থায় ক্বিবলামুখী না হ’লেও চলবে।[1] অবশ্য পরিবহনে ক্বিবলামুখী হয়ে স্বলাত শুরু করা বাঞ্ছনীয়।[2] যখন পরিবহনে রুকূ-সিজদা করা অসুবিধা মনে হবে, তখন কেবল তাকবীর দিয়ে ও মাথার ইশারায় স্বলাত আদায় করবে। … Read more

স্বলাত বিষয়ে জ্ঞাতব্য

স্বলাত বিষয়ে জ্ঞাতব্য সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব # স্বলাতের সংজ্ঞা; ফরযিয়াত ও রাক‘আত সংখ্যা # স্বলাতের গুরুত্ব # স্বলাত তরককারীর হুকুম # স্বলাতের ফযীলত সমূহ # মসজিদে স্বলাতের ফযীলত # মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য # জামা‘আতে স্বলাতের গুরুত্ব ও ফযীলত # স্বলাতের নিষিদ্ধ স্থান # স্বলাতের শর্তাবলী # সতর ও লেবাস সম্পর্কে … Read more

সালাম ফিরানোর পর ইমামের ঘুরে না বসা, মাথায় হাত রেখে দু‘আ পড়া বা দু আঙ্গুল দিয়ে চোখ মোছা

সালাম ফিরানোর পর ইমামের ঘুরে না বসা, মাথায় হাত রেখে দু‘আ পড়া বা দু আঙ্গুল দিয়ে চোখ মোছা সালাম ফিরানোর পর ইমামের ঘুরে না বসা বা মাথায় হাত রেখে দু‘আ পড়া বা দু আঙ্গুল দিয়ে চোখ মোছা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন অধিকাংশ মসজিদে দেখা যায়, ইমাম সালাম … Read more

তাশাহহুদে বসে শাহাদাত আঙ্গুল একবার উঠানো

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ) এর স্বলাত এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন আঙ্গুল দ্বারা একবার ইশারা করার কোন দলীল নেই। এর পক্ষে কোন জাল হাদীছও নেই। শায়খ আলবানী (রহঃ) বলেন, প্রচলিত আছে যে, ‘লা ইলা-হা’ বলার সময় আঙ্গুল উঠাতে হবে। কেউ বলেন, ‘ইল্লাল্লাহ’ বলার সময় উঠাতে হবে। এগুলো সবই ব্যক্তি মতামত। হাদীছে এগুলোর কোন … Read more