সালাতে সাহু সিজদা দেওয়ার প্রয়োজন হলে সেটা কখন দিতে হবে সালাত শেষে সালামের আগে নাকি পরে

সাহু সিজদা হলো ভুল সংশোধনী সিজদা। ফরজ অথবা নফল যেকোনো সালাতে ভুল করে কোন ওয়াজিব অংশ ত্যাগ করলে ঐ ভুলের খেসারত স্বরুপ এবং ভুল সালাত আদায়কারী ব্যক্তি আনয়নকারী শয়তানের প্রতি চাবুক স্বরুপ দুটি সিজদাহ করতে হয়। সালাতে সাহু সিজদা দেওয়ার দরকার হলে সেটা কখন দিতে হবে এই মাসালায় হাদীসের আলোকে চার মাজহাব থেকে চার রকম মতামত এবং ব্যাখ্যা-বিশ্লেষণ পাওয়া যায়। তবে রাসূল (ﷺ)-এর হাদীসের আলোকে সাথে সবার মতামত পর্যালোচনা করে সাহু সিজদা দেওয়ার অধিক বিশুদ্ধ নিয়ম হলো: সালাত আদায়কারী ব্যক্তি একাকী হোক বা জামআতের ইমাম হোক উভয় অবস্থায় তার যদি অনিচ্ছাকৃত কোন ওয়াজিব ছুটে যায় অর্থাৎ সালাতের ওয়াজিব কিছু একটা কম হয়ে যায় তাহলে তিনি শেষ বৈঠকে তাশাহুদ, দরূদ এবং অন্যান্য দু’আ পড়ে আল্লাহু আকবার তাকবির দিয়ে প্রথমে দুটি সাহু সিজদা দিবেন তারপর ডানে বামে সালাম ফিরাবেন।
.
অপরদিকে সালাত আদায়কারী নারী পুরুষ একাকী অথবা জামআতের ইমাম অনিচ্ছাকৃত ভাবে সালাত কোন ওয়াজিব বৃদ্ধি করে ফেলে তাহলে তিনি শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ এবং অন্যান্য দু’আ পড়ে প্রথমে ডানে-বামে সালাম ফিরিয়ে সালাত সম্পন্ন করবেন। তারপর আল্লাহু আকবর তাকবির দিয়ে দুটি সাহু সিজদা দিয়ে পুনরায় সালাম ফিরাতেও পারেন আবার নাও পারেন দুটোই সঠিক। এটিই সাহু সিজদা দেওয়ার সর্বোত্তম নিয়ম।জেনে রাখা ভাল যে, উক্ত সাহু সিজদায় সালাতের ন্যায় সিজদাহর তাসবিহ পাঠ করবেন এবং দুই সিজদার মাঝের দু’আ পড়বেন। (বিস্তারিত জানতে চাইলে দেখুন, সহীহ বুখারী হা/৪০১, ৪৮১, ৪৮২, ৮২৯, ১২৩২, সহীহ মুসলিম হা/৩৯২ এবং ৫৭০-৫৭৪ পর্যন্ত মিশকাতুল মাসাবিহ হা/১০১৪-১০২২ পর্যন্ত, ফাতাওয়া লাজনা দায়েমা, খন্ড: ৭ পৃষ্ঠা: ১৪৮ উসাইমীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, খন্ড: ১৪ পৃষ্ঠা: ১৪-১৬, উসাইমীন, আশ-শারহুল মুমতে‘ খন্ড: ৩ পৃষ্ঠা:৩৯৮ ও ৫৩৭, ইসলামী সওয়াল-জবাব ফাতাওয়া নং-৭৭৪৩০) (আল্লাহই অধিক জানেন)।
_________________________
উপস্থাপনায়:
জুয়েল মাহমুদ সালাফি।