সালাতে জালসা ইস্তেরাহা করার বিধান কি
জালসা-এ ইস্তিরাহাহ অর্থ সংক্ষিপ্ত বিরতি। অর্থাৎ সালাত আদায়কারী ব্যক্তি নারী-পুরুষ প্রথম ও তৃতীয় রাক‘আতে শেষ করে দ্বিতীয় ও চতুর্থ রাকআত শুরু করার পূর্বে খানিকটা সময় বসাকে জলসায়ে ইসতিরাহাত বলে। জালসা ইস্তেরাহা করার বিধান সম্পর্কে আহালুল আলেমগনের মধ্যে মতানৈক্য রয়েছে। এক্ষেত্রে সবগুলো মোট পর্যালোচনা করলে তিনটি মত পাওয়া যায় যেমন: (১).একদল সালাফদের মতে জালসা ইস্তেরাহা করা …