হায়েজ নিফাস অবস্থায় নারীরা কুরআন তেলাওয়াত করতে এবং তেলাওয়াতের সিজদাহ দিতে পারবে কি
প্রথমত: অপবিত্র অবস্থায় কুরআন তেলোয়াত করা যাবে কিনা যদিও এই মাসালায় মতানৈক্য রয়েছে, তবে অধিক বিশুদ্ধ কথা হচ্ছে, অপবিত্র ব্যক্তি ও ঋতুবতী মহিলা মূল আরবি কুরআনের মুসহাফ স্পর্শ না করে যিকির হিসাবে মুখস্থ বা মোবাইল/কম্পিউটার থেকে কুরআন তেলোয়াত করতে পারে। পাশাপাশি কুরআনের আয়াত ও অনুবাদ সম্বলিত অন্যান্য ইসলামী গ্রন্থ, হাদীস ও তাফসীর গ্রন্থ, সাধারণ যিকির-আযকার …