রাসূল (ﷺ) বলেছেন আমার এ উম্মাত আল্লাহর রহমাতপ্রাপ্ত উম্মত তাদের পরকালে শাস্তি হবে না হাদীসটির সঠিক ব্যাখ্যা
প্রশ্ন: রাসূল (ﷺ) বলেছেন; আমার এ উম্মাত আল্লাহর রহমাতপ্রাপ্ত উম্মত, তাদের পরকালে শাস্তি হবে না। তবে ইহকালে তাদের আযাব হলো ফিতনাহ, ভূমিকম্প ও হত্যাযজ্ঞ। (আবু দাউদ; ৪২৭৮)। হাদীসটির সঠিক ব্যাখ্যা কি? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: যে হাদীসটি সম্পর্কে জানতে চেয়েছেন হাদীসটি হলো, বিখ্যাত সাহাবী আবু মূসা রাদিয়াল্লাহু আ’নহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম … Read more