স্ত্রী নফল সিয়াম পালনকালে সিয়াম না-থাকা স্বামী তার সাথে সহবাস করেছে বা সহবাস করতে চাচ্ছে শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি
উত্তর: বিবাহিত নারীদের নফল (শাওয়াল) কিংবা কাযা সিয়াম পালন সংক্রান্ত বিষয়টি আমরা তিনটি পয়েন্ট আলোচনা করব। . ▪️প্রথমত: নফল সিয়াম পালনকারী ব্যক্তি নারী কিংবা পুরুষ উভয়ই নিজের উপর কর্তৃত্বশীল। তার জন্য সিয়াম পূর্ণ করা বা ভেঙ্গে ফেলার অবকাশ রয়েছে। তবে সিয়ামটি না ভেঙ্গে পূর্ণ করাটাই উত্তম। ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) হাম্বালী মাযহাবের প্রখ্যাত …