তিন-চার রাকাআত বিশিষ্ট সালাতে দুই রাকাআত শেষ করার পর প্রথম বৈঠকে বসে তাশাহুদের সাথে দুরুদ পাঠ করতে হবে কি
তিন চার রাকআত বিশিষ্ট ফরজ অথবা সুন্নত সালাতে ২য় রাক‘আত শেষ করার পর ১ম বৈঠক হলে তাশাহুদের সাথে দুরুদ বা অন্যকিছু পড়তে হবে কিনা এই মাসালায় আহালুল ইমামগনের মধ্যে মতানৈক্য থাকলেও বিশুদ্ধ কথা হচ্ছে তিন-চার রাকআত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহুদ অর্থাৎ ‘আত্তাহিইয়া-তু’ পড়াই সুন্নত এর অতিরিক্ত কিছু নয়। (সহীহ মুসলিম হা/১১৩৮; মিশকাত হা/৭৯১) …