ইফতিরাশ ও তাওয়াররুক শব্দের অর্থ এবং সালাতের বৈঠকে বসার নিয়ম
প্রশ্ন: ইফতিরাশ এবং তাওয়াররুক শব্দের অর্থ কি? এক তাশাহ্হুদ বিশিষ্ট সালাত তথা এক বা দুই রাক‘আত বিশিষ্ট সালাতের সময় এবং তিন বা চার রাকাআত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে কিভাবে বসতে হবে? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: প্রিয় নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِىْ أُصَلِّىْ ‘তোমরা সালাত আদায় কর সেভাবেই যেভাবে তোমরা আমাকে দেখছ।’(সহীহ বুখারী, …