ইমামের সাথে মাত্র একজন মুক্তাদী হলে সালাতে দাঁড়ানোর বিশুদ্ধ নিয়ম
যদি ইমামসহ দুজন ব্যক্তি অর্থাৎ ইমামের সাথে মাত্র একজন মুক্তাদী (পুরুষ বা শিশু) হলে উভয়ে একই সাথে এক কাতারে সমানভাবে দাঁড়াবে; এক্ষেত্রে ইমাম বামে এবং মুক্তাদী তার ডানে সামঞ্জস্যপূর্ণভাবে দাঁড়াবে, ইমামের সামনে বা তার পিছনে আগাপিছা হয়ে নয় এটাই সুন্নাহ এবং জমহুর আলেমগনের মত। কারন আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে …