খোলা তালাক
প্রশ্ন: খোলা তালাক কি? কী কী কারণে স্ত্রীর জন্য তার স্বামীর নিকট তালাক চওয়া বৈধ? খোলা গ্রহণকারী মহিলার ইদ্দত এবং পরবর্তী বিবাহের নিয়ম কি? ▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ উত্তর: খোলা শব্দটি ‘আরবী خُلْعُِ الثوب থেকে নেয়া হয়েছে, যার অর্থ কাপড় খুলে ফেলা। আরবেরা এ কথা তখনই বলে اذا ازاله যখন কাপড় খুলে ফেলানো হয়। কেননা নারী পুরুষের পোষাক …