মহিলাদের লজ্জাস্থান থেকে নির্গত সাদাস্রাবের হুকুম কী
প্রশ্ন: মহিলাদের লজ্জাস্থান থেকে নির্গত সাদাস্রাবের হুকুম কী? সাদাস্রাব বের হওয়ার কারণে কী অযু ভঙ্গ হবে? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: সাদা স্রাব হচ্ছে মেয়েদের গর্ভাশয় থেকে নির্গত এক প্রকার তরল পদার্থ, যা স্বচ্ছ। এমনও হতে পারে এটি নির্গত হওয়ার সময় নারী টেরও পায় না। এক মহিলা থেকে অপর মহিলার ক্ষেত্রে এটি বের হওয়ার পরিমাণ কম-বেশি হতে পারে। …