হাত তুলে দু’আ-মুনাজাত করার শেষে মুখমন্ডল মাসেহ করার হুকুম
প্রশ্ন: হাত তুলে দু’আ-মুনাজাত করার শেষে মুখমন্ডল মাসেহ করার হুকুম কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা সুন্নাহ সম্মত নয়। কেননা রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রমাণিত হাত তুলে দু‘আর অনেক হাদীস বর্নিত হয়েছে, কিন্তু দু‘আর পর মুখে হাত মাসাহ করার কোন সহীহ দলীল পাওয়া যায় না। বরং এই মর্মে যত হাদীস রয়েছে তার সবগুলোই …