কোন মুসলিম ব্যক্তি গুনাহ করে ফেলার পর বাম কাঁধের ফেরেশতা ছয় ঘণ্টা গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে রাখেন
প্রশ্ন: কোন মুসলিম ব্যক্তি গুনাহ করে ফেলার পর বাম কাঁধের ফেরেশতা ছয় ঘণ্টা গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে রাখেন (অর্থাৎ গুনাহ লেখে না)। হাদীসটি কী সহীহ? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ প্রথমত: ঈমানের ছয়টি রুকনের অন্যতম হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান; আর কুরআন সুন্নাহর দলিলগুলো যা ইঙ্গিত করে তা হচ্ছে,ফেরেশতারা মানুষের ভাল কাজ এবং খারাপ কাজ সবই লিপুবদ্ধ করেন, যেমনটি …