আসরের পূর্বে চার রাকআত সালাত
প্রশ্ন: আল্লাহ সে ব্যক্তির উপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সালাত আদায় করে। আজ আমরা আসরের ফরজ সালাতের পূর্বে চার রাকাআত নফল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ ভূমিকা: نَفْلٌ আরবী শব্দ, একবচন। বহুবচনে نَوَافِلٌ অর্থ: অতিরিক্ত, বাড়তি, ঐচ্ছিক ইত্যাদি। সুন্নাত, নফল, মানদূব ও মুস্তাহাব এসবই সমার্থক। সবগুলো শব্দই কাছাকাছি একই অর্থ …