সালাতে ইমাম-মুক্তাদী উভয়ের জন্য সূরা ফাতিহা পাঠ করার বিধান
প্রশ্ন: সালাতে ইমাম-মুক্তাদী উভয়ের জন্য সূরা ফাতিহা পাঠ করার বিধান কি? জামআতে জেহেরী কিরাআতে ইমামের পিছনে মুক্তাদী কখন সূরা ফাতিহা পাঠ করবে? ইমামের ফাতিহা পাঠ করার সময় নাকি ইমাম সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পাঠ শুরু করলে? কোনটি অধিক বিশুদ্ধ মত? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: প্রথমত: কুরআন-সুন্নাহ এবং প্রসিদ্ধ সালাফদের গ্রহণযোগ্য এবং নিরাপদ মত অনুযায়ী পাঁচ …