ফরয সালাতের পর প্রচলিত ইমাম ও মুক্তাদীর সম্মিলিত মুনাজাত করার ব্যাপারে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগণের অভিমত
প্রশ্ন: ফরয সালাতের পর প্রচলিত ইমাম ও মুক্তাদীর সম্মিলিত মুনাজাত করার ব্যাপারে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগণের অভিমত জানতে চাই? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন হল ইসলাম। (সূরা আলে ইমরান,১৯)। আর এই দ্বীন পরিচালিত হবে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী। এবং তা বাস্তবায়িত হবে রাসূলুল্লাহ (ﷺ) এর প্রদর্শিত পদ্ধতিতে। আমরা জানি, রাসূলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশাতেই আল্লাহ তা‘আলা …