আস স্বলাতু খইরুম মিনান নাউম এই বাক্যটি কখন বলতে হবে
প্রশ্ন: “আস স্বলাতু খইরুম মিনান নাউম” এই বাক্যটি কখন বলতে হবে। প্রথম আযানে নাকি দ্বিতীয় আযানে? একটি দলিল ভিত্তিক পর্যালোচনা। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: একাধিক সহীহ হাদীসে ফজরের আজানে “তাসবীব” আস স্বলাতু খইরুম মিনান নাউম বলার কথা বর্ণিত হয়েছে। আবার কিছু কিছু হাদিসে সাধারণভাবে “তাসবীব” আস স্বলাতু খইরুম মিনান নাউম প্রথম আযানে বলার বিষয়ে বর্ণিত হয়েছে। এখন …