ঘোড়ার গোশত খাওয়া হালাল নাকি হারাম একটি দলিল ভিত্তিক পর্যালোচনা
প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর ঘোড়ার গোশত খাওয়া হালাল নাকি হারাম এই আলোচনায় যাওয়ার পূর্বে শরীয়তের কিছু হুকুম আহকাম সবার জানা উচিত আর তা হচ্ছে ইসলামে কোনো কিছু হালাল (বৈধ) …