রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের শহর ও আলী তার দরজা এই বর্ননার সনদ কি হাসান
ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ইলমের শহর ও আলী (রা.) তার দরজা”।’ এ কথাটি আমাদের সমাজে বিভিন্ন ওয়াজ-মাহফিলে পথভ্রষ্ট বক্তাদের মুখে শোনা যায়। এমনকি কিছু ইসলামি বই-পুস্তকেও …