জ্বর বা মাথাব্যথা না হওয়া জাহান্নামী হওয়ার কারণ সম্পর্কিত হাদীসটির ব্যাখ্যা
প্রশ্ন: জ্বর, মাথাব্যথা না হওয়া জাহান্নামী হওয়ার কারণ সংক্রান্ত হাদীসটি কি সহীহ? হাদীসটি সহীহ হলে এর ব্যাখ্যা কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন; جَاءَ أَعْرَابِيٌّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ ؟. قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: حَرٌّ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ. قَالَ: لَا. قَالَ: فَهَلْ صُدِعْتَ؟ قَالَ: … Read more