হাদিস থেকে বাছাইকৃত উচ্চারণ ও অর্থসহ গুরুত্বপূর্ণ দুআর মধ্যে ১৫তম দুআ
জ্বীন সয়তান এবং মানুষ সয়তানের অনিষ্ঠ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার সুন্দর একটি দু’আ ▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬ ভূমিকা: যে ব্যক্তি আজকের দু’আটি রাতে ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেলে পাঠ করবে তাহলে শয়তানের কুমন্ত্রণা পাঠকারী ব্যক্তির কোন ক্ষতি করতে পারবে না। হাদীসটি বর্ননা করেছেন রাসূল ﷺ এর সাহাবী আমর ইবনু শু‘আইব (রাদিয়াল্লাহু আনহু) তার পিতার মাধ্যমে তাঁর দাদা …