সালাতে সিজদা করার সময় দুই পা আলাদা করে রাখা সুন্নত নাকি মিলিয়ে রাখা সুন্নত
সালাতে সিজদারত অবস্থায় দুই পায়ের পাতা আলেদা থাকবে নাকি মিলিত থাকবে? বিষয়টি নিয়ে আহালুল আলেমগনের মধ্যে মতানৈক্য রয়েছে এক্ষেত্রে প্রসিদ্ধ দুটি মত রয়েছে: . (১). সিজদায় দুটি পা আলাদা রাখা মুস্তাহাব। . এটি অধিকাংশ আলেমদের অভিমত। তারা দলীল হিসেবে সুন্নাতে প্রমাণ উদ্ধৃত করেছেন যে, সেজদা করার সময় হাঁটু ও উরু আলাদা রাখা মুস্তাহাব। তারা বলেন: …