বিবাহ শেষে কন্যা বিদায়ের নিয়ম এবং বধু বরণ ও বাসর রাতের যাবতীয় কার্যবলীর শরীয়ত সম্মত পদ্ধতি
কন্যা বিদায় করার পূর্বে কন্যার পিতা-মাতার উচিৎ, তাকে আল্লাহ-ভীতি ও নতুন সংসারের উপর বিশেষ উপদেশ দান করা, সালফে-সালেহীনগণ এমনটাই করতেন। এক কন্যাকে তার মাতার উপদেশ নিম্নরূপ: ‘মা! তোমাকে যে শিক্ষা দিয়েছি তাতে অতিরিক্ত উপদেশ নিষ্প্রয়োজন। তবুও উপদেশ বিস্মৃত ও উদাসীনকে স্মরণ ও সজাগ করিয়ে দেয়। মা! মেয়েদের যদি স্বামী ছাড়া চলত এবং তাদের জন্য মা-বাপের …