হাদিস থেকে বাছাইকৃত উচ্চারণ ও অর্থসহ গুরুত্বপূর্ণ দুআর মধ্যে ১৮তম দুআ
ইচ্ছায় বা অনিচ্ছায় যেকোনো শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দু’আ। ▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬ ভূমিকা: প্রিয় পাঠক! মনে করুন কোন ব্যক্তি ২০/৩০ কিংবা চল্লিশ বছর যাবত একমাত্র মহান আল্লাহর ইবাদত করলো,তিনি নিয়মিত ফরজ সালাতের পাশাপাশি নফল সুন্নত নামায পড়লো, রমজান মাসের ফরজ সিয়াম এবং সাথে কিছু নফল সিয়ামও রাখলো, তিনি সমর্থ্যবান হলে হজ্জ উমরাহ করলো, নির্দিষ্ট পরিমাণ …