হে আল্লাহ আপনি আমাকে মিসকীন অবস্থায় জীবিত রাখুন এবং মিসকীন অবস্থায় মৃত্যু দান করুন এর অর্থ কি
প্রশ্ন: নিন্মলিখিত হাদীসটি কি সহীহ? উক্ত হাদীসে রাসূল (ﷺ)-এর দু‘আ; “হে আল্লাহ! আপনি আমাকে মিসকীন অবস্থায় জীবিত রাখুন, মিসকীন অবস্থায় মৃত্যু দান করুন”এর অর্থ কি? ▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ উত্তর: যে হাদীসটি সম্পর্কে জানতে চেয়েছেন হাদীসটি ইমাম তিরমিজি (রাহিমাহুল্লাহ)-তার সুনানে তিরমিজিতে, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে ইমাম ইবনে মাজাহ (রাহিমাহুল্লাহ) তার সুনানে ইবনে মাজাহতে, সাহাবী …