চার রাকাআত বিশিষ্ট সুন্নত সালাত কয় সালামে পড়া উত্তম
চার রাকআত বিশিষ্ট সুন্নাত সালাত এক সালামে অথবা দুই সালামে উভয় নিয়মেই পড়া যাবে।(নাসাঈ হা/৮৭৫; ইবনু মাজাহ হা/১৩২২ সিলসিলাহ সহীহাহ ১/৪৭৭,হা/ ২৩৭) তবে উত্তম হল দুই রাকাআত করে পড়া। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত ও দিনের সালাত দু দু রাকআত করে।(সহীহ বুখারী হা/ ৪৭২-৭৩, ৯৯১, ৯৯৩, ৯৯৫, ৯৯৮, ১১৩৭; …