এশার ফরয সালাতের পর সর্বমোট কত রাকাআত সুন্নত বা নফল সালাত আদায় করা যায়
প্রশ্ন: এশার ফরয সালাতের পর সর্বমোট কত রাকাআত সুন্নত বা নফল সালাত আদায় করা যায়? আজ আমরা সেই উত্তরটি খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: মহান আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য-কে তাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম। মহান আল্লাহর নিকটবর্তী ও আখিরাতে কৃতকার্য হওয়ার জন্য সর্বোত্তম আমলের বিকল্প নেই। এ …