দুই-তিন তলা বিশিষ্ট মসজিদে নীচ তলায় কাতার ফাঁকা রেখেই উপরের তলায় গিয়ে সালাত আদায় করার বিধান
প্রশ্ন: দুই-তিন তলা বিশিষ্ট মসজিদে নীচ তলায় কাতার ফাঁকা রেখেই উপরের তলায় গিয়ে সালাত আদায় করার বিধান কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: মসজিদে সালাত আদায়ের ক্ষেত্রে যেমন সামনে কাতারের জায়গা ফাঁকা রেখে পিছনে কাতার করা যাবে না।তেমনি নিচ তলায় জায়গা থাকতে উপরের তলায় দাঁড়ানো শরীয়ত সম্মত নয়। মসজিদ দ্বিতল বা প্রয়োজনে আরো অধিকতল করা দূষণীয় নয়। তবে …