সালাতে সূরা ফাতেহা পড়ার পর অন্যান্য সূরা পাঠ করার বিধান
প্রশ্ন: যেকোন সালাতে সূরা ফাতেহা পড়ার পর অন্যান্য সূরা পাঠ করার বিধান কি? কুরআন সুন্নার আলোকে সঠিক তথ্য জানতে চাই। ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: সালাতে সূরা ফাতেহার পর অন্য সূরা মিলানো সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সহীহ সুন্নাহয় বিভিন্ন ধরনের বর্ননা পাওয়া যায়। সকল বর্ননাগুলো পর্যালোচনা করে বিশুদ্ধ বক্তব্য হল ১,২,৩ বা ৪ রাক‘আত বিশিষ্ট সালাত ফরজ হোক আর …