অসুস্থ ব্যক্তিদের জন্য চেয়ারে বসে সালাত আদায়ের নিয়ম
প্রশ্ন: অসুস্থ ব্যক্তিদের জন্য চেয়ারে বসে সালাত আদায়ের নিয়ম নীতি কেমন হবে? ▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর আলোচনার শুরুতেই একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকাল মসজিদের ভেতরে …