ইলম অর্জনের হুকুম কি? ইলম গ্রহণের ক্ষেত্রে সালাফদের মূলনীতি কি ছিল?
প্রশ্ন: ইলম অর্জনের হুকুম কি? ইলম গ্রহণের ক্ষেত্রে সালাফদের মূলনীতি কি ছিল? কোন বিদ্বানের নিকট থেকে ইলম বা ফাতওয়া নেয়া যাবে? কারো নিকট থেকে ফাতওয়া গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে শারঈ মানদন্ড কি? ▬▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: দ্বীনের জ্ঞান অর্জন করা সকল মুসলিম নারী-পুরুষ সবার জন্য আবশ্যক। দুনিয়াতে চলার জন্য ও ইবাদত করার জন্য দ্বীনী জ্ঞান অর্জন করা …