হজ্জ করার পূর্বে উমরা পালন করা যাবে কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি হজ্জ ও উমরা করেছেন
প্রশ্ন: হজ্জ করার পূর্বে উমরা পালন করা যাবে কি? রাসূল ﷺ কতটি হজ্জ এবং উমরা করেছেন? ▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬ উত্তর: ফরয হজ্জ করার আগে উমরা করাতে শারঈ কোনো বাধা নেই। সেটা বছরের যেকোন সময় হতে পারে এমনকি হজ্জের মাসেও উমরা করা জায়েয; একই বছরে হজ্জ করার নিয়ত থাকুক অথবা না থাকুক। এ ব্যাপারে আলেমগণের মাঝে কোন মতভেদ …