কোন নারীর স্বামী মারা গেলে ইদ্দত পালন করা শেষ না হওয়া পর্যন্ত তিনি হজ্জ উমরাতে যেতে পারবেন না
প্রশ্ন: গত ৮ জানুয়ারি আমার বাবা মারা যান।এখন এই রমাদানের শেষ দশকের জন্য আমার আম্মু কি ওমরায় যেতে পারবে? যদি সঠিক বিষয়টি আমাকে জানাতেন খুবই উপকৃত হতাম। ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর …