আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কেবল সম্মান প্রদর্শনের জন্য সিজদা করা কি শিরক হিসেবে গণ্য হবে
প্রশ্ন: আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যেমন কবরের উপর, পীরকে, শিক্ষককে, অথবা কেবল সম্মান প্রদর্শনের জন্য কাউকে সিজদা করা কি শিরক হিসেবে গণ্য হবে? ▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর …