হাদিস থেকে বাছাইকৃত উচ্চারণ ও অর্থসহ গুরুত্বপূর্ণ দুআর মধ্যে ২৬তম দুআ
নিকৃষ্ট রোগ-বালাই ও মহামারী থেকে সুরক্ষার জন্য এই দু’আটি পড়তে পারেন। ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: মহান আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তাঁর প্রতিনিধি হিসাবে। সুতরাং মানুষ আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলবে, এটা তার জন্য ফরয কর্তব্য। কিন্তু মানুষ বিভিন্ন সময়ে আল্লাহর নির্দেশ অমান্য করে, তাঁর অবাধ্য হয়। সে আল্লাহর শাস্তির কথা ভুলে গিয়ে ধরাকে সরা জ্ঞান করে। স্রষ্টার প্রতি …