বিদআতি আলেমদের সাথে সুন্নাহপন্থি আলেমদের ইসলামী সভা সেমিনারে অংশগ্রহণ করা কী সালাফি মানহাজের সাথে সাংঘর্ষিক
ভূমিকা: সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। তাঁর কাছে স্বীয় কু-প্রবৃত্তি ও অসৎ কর্মের অনিষ্ট হতে আশ্রয় চাই। তিনি যাকে হেদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়াত দান করতে পারে না। আমি সাক্ষ্য …