নারী-পুরুষের মাহারাম
প্রশ্ন: মাহরাম কাকে বলে? নারী-পুরুষের মাহারাম কতজন? মাহরামের সামনে পর্দার ক্ষেত্রে মহিলার জন্য কী কী ছাড় রয়েছে? মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত? _______________🔰🌓🔰______________ উত্তর: মাহরাম শব্দের শাব্দিক অর্থ: হারাম, যা হালাল এর বিপরিত। আর পারিভাষিক অর্থে মাহরাম বলা হয় ঐ সকল পুরুষ অথবা নারীকে যাদেরকে স্থায়ীভাবে বিবাহ করা হারাম-চাই তা নিকটাত্মীয় হওয়ার কারণে হোক অথবা …