হায়েয অথবা নেফাস অবস্থায় থাকা নারী কি পবিত্রতা লাভের পর মুহররমের রোযা কাযা করতে পারবেন
প্রশ্ন: যদি কোনো নারী মুহররম মাসের ৯, ১০ ও ১১ তারিখে হায়েয (মাসিক) অথবা নেফাস অবস্থায় থাকেন, তবে পবিত্রতা লাভের পর তিনি কি এই দিনগুলোর রোযা কাযা করতে পারবেন কী? ▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬ প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক …