ফরজ সিয়ামের কাযা এবং জিলহজ্জের প্রথম নয় দিনের নফল সিয়াম একই নিয়তে একত্রে রাখা কি শরিয়ত সম্মত
প্রশ্ন: ফরজ সিয়ামের কাযা এবং জিলহজ্জের প্রথম নয় দিনের নফল সিয়াম এই দুই সিয়াম একই নিয়তে একত্রে রাখা কি শরিয়ত সম্মত? ▬▬▬▬▬▬▬▬▬✪✪✪▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর: যিলহজ্জ হল হিজরি …