কবর উচু করা ও কবরের উপর মসজিদ নির্মাণ কিংবা সালাত আদায় করা নিষিদ্ধ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মসজিদের ভিতরে কেন
প্রশ্ন: কবর উচু করা,কবরের উপর মসজিদ নির্মাণ কিংবা সালাত আদায় করা নিষিদ্ধ হলে রাসূল (ﷺ)-এর কবর মসজিদের ভিতরে কেন? এ বিষয়ে কি বলবেন? ▬▬▬▬▬▬▬▪️🌻▪️▬▬▬▬▬▬▬ প্রথমত: ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূল (ﷺ) থেকে প্রমাণিত বিভিন্ন হাদীস থেকে জানা যায় কবর কেন্দ্রিক মোট ৫টি বিষয় রাসূলুল্লাহ (ﷺ) কঠোর ভাবে নিষেধ করেছেন। আর সেগুলো …