যারা নামে মুসলিম কিন্তু কাজে শিরক ও কুফরে নিমজ্জিত অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জানাযার নামাজ আদায়ের শরয়ি হুকুম কি
ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর: প্রথমত: মুশরিক, কাফির অথবা এমন মুনাফিক, যে গুরুতর আকীদাগত নিফাকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় তার জানাযার নামাজ আদায় করা বৈধ নয়। কারন …