যিলহজ্জ মাসের বিশেষ কিছু আমল
বছরের শ্রেষ্ঠ ১০ দিনের ফজিলতপূর্ণ স্পেশাল কিছু আমল, বিশেষ করে পিরিয়ডে (হায়েয অবস্থায়) থাকা নারীরা যেসব আমলের মাধ্যমে যিলহজ্জের প্রথম দশ দিনকে কাজে লাগাতে পারেন। ▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: মহান আল্লাহ কিছু মাস,দিন ও রাত্রিকে অপরাপর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন; যাতে তা মুসলিমের আমল বৃদ্ধিতে সহযোগী হয়। তাঁর আনুগত্যে ও ইবাদতে মনোযোগী হয় সৌভাগ্যবান সে যে, এই …