ইচ্ছাকৃত কিংবা ভুলবশত অজুবিহীন সালাত আদায় করার হুকুম কি
সালাত কবুল হওয়ার জন্য যেমন বিশুদ্ধ ঈমান এবং হৃদয়কে শিরক, কুফরী ধারণা ও বিশ্বাস থেকে পবিত্র রাখা জরুরী শর্ত ঠিক তেমনি সালাত আদায়কারীর বাহ্যিক দেহ ও পোশাক-আশাককে পবিত্র রাখাও জরুরী শর্ত। যেহেতু সালাতের চাবিকাঠিই হল পবিত্রতা।(আবু দাঊদ হা/ ৬১৮, তিরমিযী হা/ ৩, মিশকাত ৩১২) সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত কিংবা ভুলবশত ওযু ছাড়া সালাত আদায় করে …