বিনয় ও নম্রতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদীস
হাদীসে কুদসীতে আল্লাহ বলেন, ‘আমি কেবল সে সব লোকের সালাতই কবুল করি, যারা আমার মর্যাদার সামনে বিনয়াবনত হয় এবং আমার সৃষ্টির সাথে রূঢ় আচরণ করে না….।’ (বাযযার, আল-মুসনাদ, হাদীস নং ৪৮২৩ ও ৪৮৫৫) . ‘যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, বস্তুতপক্ষে সে সর্বপ্রকার কল্যাণ থেকেই বঞ্চিত।’ (সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৬৩ ও ৬৭৬৪) . ‘মুমিন হচ্ছে …