যঈফ/দুর্বল হাদিস কাকে বলে? জয়ীফ হাদীস কি আমলযোগ্য? এবং কেউ যঈফ হাদিসের উপর আমল করলে কি গুনাহগার হবে?
ضعيف এর আভিধানিক অর্থ দুর্বল। ইমাম নববী [রহ:]বলেন, যে হাদীছে সহীহ ও হাসান হাদিসের শর্তসমূহ পাওয়া যায় না, তাকেই যঈফ হাদিস বলে।[ইমাম নববী, মুক্বাদ্দামাহ মুসলিম পৃঃ ১৭] মোটকথা যয়ীফ ওই সকল হাদিসকে বলা হয়, যার মধ্যে সহীহ এবং হাসানের শর্তগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান থাকবে না। অর্থাৎ, রাবীর বিশ্বস্ততার ঘাটতি, বা তাঁর বিশুদ্ধ হাদীস বর্ণনা বা স্মৃতির …