জুম’আর সালাত সহীহ হওয়ার জন্য কি খুতবা শর্ত এবং জুম’আর খুতবা কি আরবিতে দেওয়া বাধ্যতামূলক
প্রথমত: ফিকাহবিদ আলেমগণ এ ব্যাপারে একমত যে খুতবাহ হল জুম’আর সালাত বৈধ হওয়ার শর্ত এবং এটি আল্লাহর স্মরণের অংশ যা তিনি তাঁর বাণীতে ফরজ করেছেন।আল্লাহ্ তাআলা বলেন:یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِكۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِكُمۡ خَیۡرٌ لَّكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ “হে ঈমানদারগণ! জুম’আর দিনে যখন সালাতের …