সালাম ফিরানোর পূর্বে পড়ার জন্য কোরআন ও হাদীস থেকে নেওয়া কিছু দোয়া
প্রত্যেক ফরয সালাতের শেষ অংশে (দোয়া মাসুরা হিসেবে) যেই দোয়া করা হয়, সেটা হচ্ছে আরেকটা দুয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় ‘দোয়া মাসুরা’ বা হাদীসে বর্ণিত যেই দুয়াগুলো আছে সেইগুলো করা ভালো। এছাড়া কেউ দুনিয়া আখেরাতের কল্যানের জন্য অন্য যেকোনো দোয়া করতে পারবেন। বিশেষ করে নিজের জন্য নিজের মাতা-পিতা, ভাই-বোন, বা যেকোনো মুসলিমের জন্য দোয়া …