পাক পাঞ্জাতন টুপি পরিধান সম্পর্কে ভ্রান্তি নিরসন
গত কয়েকদিন ধরে ফেসবুকে পথভ্রষ্ট বক্তাদের পাক পাঞ্জাতন টুপি পরিধান সম্পর্কে ধান্ত বক্তব্য ঘুরপাক খাচ্ছে,এখন অনেকেরই প্রশ্ন পাক পাঞ্জাতন আসলে কি? ▬▬▬▬▬▬▬▬❖▬▬▬▬▬▬▬▬ পাক পাঞ্জাতন একটি ফারসী শব্দ। এর অর্থ হল, পবিত্র পাঁচ ব্যক্তিত্ব। এটি শিয়াদের একটি ভ্রান্ত আক্বীদা। শিয়ারা আহল বাইতের মধ্য থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আলী, ফাতিমা, হাসান ও হুসাইন (রা)-কে একত্রিত করে পাঁচজনের …