অযূর সময় মাথার কতটুকু অংশ মাসাহ করতে হবে এবং কিভাবে মাসাহ করতে হবে
প্রশ্ন: অযূর সময় মাথার কতটুকু অংশ মাসাহ করতে হবে এবং কিভাবে মাসাহ করতে হবে? এই পোস্টে মাথা মাসাহ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর রয়েছে। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: মুসলিমগণ সর্বসম্মতভাবে একমত যে, ওযু করার সময় নারী পুরুষ উভয়ের জন্য মাথা মাসেহ করা ফরজ/ওয়াজিব, এটি নিয়ে কারো মধ্যে মতানৈক্য নেই। কারণ আল্লাহ তা’আলা বলেন: یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ …