রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত বমি করা কিংবা গিলে ফেলা সংক্রান্ত শারঈ হুকুম
প্রশ্ন: রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত বমি করা কিংবা গিলে ফেলা সংক্রান্ত শারঈ হুকুম কী? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: আহালুল ইমামগনের মাঝে এ ব্যাপারে কোন মতভেদ নাই যে, ইচ্ছাকৃতভাবে বমি করা রোযা ভঙ্গের কারণ। আর কারো যদি অনিচ্ছাকৃত বমি এসে যায় তাহলে তার রোযা ভঙ্গ হবে না। এক্ষেত্রে বেশি বমি ও কম বমির মধ্যে কোন পার্থক্য নেই। …