পুরুষ ও নারীর সতর
প্রশ্ন: একজন পুরুষের সামনে অপর একজন পুরুষের সতর এবং একজন পুরুষ কিংবা নারীর সামনে অপর নারীর সতরের সীমানা কী? ভূমিকা: সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। তাঁর কাছে স্বীয় কু-প্রবৃত্তি ও অসৎ কর্মের অনিষ্ট হতে আশ্রয় চাই। তিনি যাকে হেদায়াত দান করেন তাকে …